Logo

বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৪
13Shares
বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। দলটির ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন

মো. আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই আইনজীবী দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন। নির্বাচনের প্রস্তুতি ঘিরে এলাকায় ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD