Logo

বিএনপির সঙ্গ ত্যাগ, এককভাবে ভোটে অংশ নেবে এলডিপি: কর্নেল অলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৯
13Shares
বিএনপির সঙ্গ ত্যাগ, এককভাবে ভোটে অংশ নেবে এলডিপি: কর্নেল অলি
ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বুধবার ঘোষণা করেছেন, তাদের দল এবার বিএনপির সঙ্গে সংযুক্ত না থেকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন কর্নেল অলি আহমদ। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর মধ্যে ছিলেন সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন, আমরা আমাদের রাজনৈতিক পথ নিজের মতো চলব। বিএনপির সঙ্গে সংযুক্ত না থেকে আমরা আমাদের নীতিমালা ও কর্মসূচি অনুসারে এককভাবে নির্বাচনে অংশ নেব।

তিনি আরও বলেন, দলের অবস্থান, লক্ষ্য ও জনগণের জন্য দায়বদ্ধতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এলডিপির এই ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনে দলের স্বতন্ত্র অবস্থান এবং দলের একক অংশগ্রহণ ভোটের পরিবেশ ও জোটীয় সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD