তারেক রহমানের সঙ্গে দেশে আসল প্রিয় বিড়াল জেবু

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রিয় বিড়াল জেবু। বিমানটি আগে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার জন্য সিলেটে যাত্রাবিরতি শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিমানবন্দর এলাকায় তারেক রহমানের জন্য আগেভাগে বুলেটপ্রুফ গাড়ি পৌঁছে গেছে। সকাল ৭টার কিছুক্ষণ আগে বিমানবন্দর পৌঁছানো এই গাড়িতে তিনি বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে যাত্রা করবেন।
বিজ্ঞাপন
বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’তে সংক্ষিপ্ত বিরতি নেন। এরপর সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
আরও পড়ুন: বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান
সংবর্ধনা অনুষ্ঠানের পরে দুপুরে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা অবস্থান করে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’তে চলে যাবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। একই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন প্রায় ৫০ জন বিএনপি নেতাকর্মী। দেশে ফেরার আগে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।








