Logo

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৭
5Shares
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্বে আছেন। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঢাকা-১৫ আসনে জামায়াতের পক্ষ থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ আসন থেকে তফসিল ঘোষণার পর বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

এদিন ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সুত্র জানায়, ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD