একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার সহযোগিতায় আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে মানুষ ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কুড়িল-বিশ্বরোডে অবস্থিত ৩০০ ফিট গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। দেশের মানুষ চাই তাদের কথা বলার অধিকার থাকবে এবং যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে, সবাই মিলে দেশ গড়ার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য শীর্ষ নেতারা তাকে শুভেচ্ছা জানান।
মঞ্চে বক্তব্যকালে তিনি দেশের উন্নয়ন ও নিরাপত্তার পাশাপাশি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দেন। তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য একটি নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে সবাই শান্তি ও ন্যায়ের সঙ্গে জীবনযাপন করতে পারবে।
বিজ্ঞাপন
সংবর্ধনা মঞ্চে উপস্থিত লাখ লাখ নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারেক রহমানকে অভিবাদন জানান, হাত উঁচিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। স্লোগান ও আনন্দের ঢেউ পুরো সমাবেশস্থলকে আবেগময় পরিবেশে পরিণত করেছে।








