তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টে লিখেছেন, “তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার মাটি স্পর্শ করার পর তারেক রহমান ও তাঁর পরিবার বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত সমাবেশস্থলের দিকে রওনা হন।
বিজ্ঞাপন
এদিনের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবেশে লাখো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করছেন, যারা প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন।








