Logo

কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলে তারেক রহমানের গাড়িবহর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৮
5Shares
কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলে তারেক রহমানের গাড়িবহর
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী লাল–সবুজ বুলেটপ্রুফ বাস ধীরগতিতে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় পৌঁছেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে বাসযোগে যাত্রা শুরু করেন।

বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে সড়কের দুই পাশে অপেক্ষমান লাখো নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে অভিবাদন জানান তারেক রহমান। পথ জুড়ে উপস্থিত সমর্থকরা মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন, কেউ আবেগে চোখের জল মুছছেন, আবার অনেকে সন্তানকে কাঁধে তুলে প্রিয় নেতাকে দেখানোর চেষ্টা করছেন। কুড়িল ফ্লাইওভার পেরোনোর সঙ্গে সঙ্গে ৩০০ ফিট এলাকায় জনসমাগম আরও ঘন হয়ে উঠে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনেই পেয়ে সমর্থকদের মধ্যে উৎসাহ-উচ্ছ্বাস বিরামহীন। অনেকে অনুভূতি প্রকাশ করে বলেছেন, “এটা শুধু দেখা নয়, ফিরে পাওয়ার আনন্দ।”

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর সরাসরি গুলশান-২ এর ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পুরো যাত্রা শান্তিপূর্ণ ও সুরক্ষিত রাখতে কার্যক্রম চালাচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD