জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করছে। এ সিদ্ধান্তে তরুণ নেতৃত্বের রাজনীতির ভবিষ্যৎ সংকুচিত হয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আব্দুল কাদের লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। সারাদেশের মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কিছু নেতার স্বার্থ হাসিলের জন্য এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তিনি আরও উল্লেখ করেছেন, জামায়াতের সঙ্গে জোটের আলোচনায় এনসিপি প্রাথমিকভাবে ৫০ আসন দাবি করলেও চূড়ান্তভাবে ৩০ আসনে মনোনয়ন পাবে। জোটের শর্ত অনুযায়ী, বাকি ২৭০ আসনে এনসিপি কোনো প্রার্থী দিতে পারবে না এবং সেগুলোতে জামায়াতকে সমর্থন করবে। পাশাপাশি, জোটের অংশ হিসেবে জামায়াত প্রতিটি আসনের জন্য এনসিপিকে ১.৫ কোটি টাকা নির্বাচনী খরচ বরাদ্দ দেবে।
বিজ্ঞাপন
জোট প্রক্রিয়ায় এনসিপির ৩০ প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের আস্থাভাজন নাসীরউদ্দিন পাটওয়ারী ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে।
আব্দুল কাদের আরও উল্লেখ করেছেন, কিছু গুরুত্বপূর্ণ আসনে নাহিদ ইসলামকে প্রার্থী হিসেবে সামনে আনা হয়েছে, যেখানে নির্বাচনে জয়লাভ করলে তিনি প্রধানমন্ত্রী এবং বিরোধী হলে বিরোধীদলীয় নেতা হবেন।
বিজ্ঞাপন
স্ট্যাটাসে আব্দুল কাদের লিখেছেন, এতো এতো তরুণ নিজেদের ক্যারিয়ার, পরিবার ও স্বপ্ন ত্যাগ করে দেশের জন্য কিছু করতে এসেছিল। কিন্তু নাহিদ ইসলামের মতো নেতারা সেই স্বপ্নকে মাটিচাপা দিয়েছেন।








