প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে যে কথা বললেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিমানবন্দরেই ফোনে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। ফোনে তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান, বিশেষ করে তার নিরাপত্তা ও বিভিন্ন প্রস্তুতির জন্য।
বিজ্ঞাপন
তারেক রহমান নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ফোনালাপের ভিডিও শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন।” ভিডিওতে তাকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “আপনার শরীর কেমন আছে?…হ্যাঁ, দোয়া করবেন।”
এরপর তিনি যোগ করেন, “আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই... নিশ্চয়ই।”
বিজ্ঞাপন
শেষে সালাম জানিয়ে ফোনটি শেষ করেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি–২০২ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা।
আরও পড়ুন: কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান বুলেটপ্রুফ বাসে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রিয় নেতাকে দেখতে এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে সকলের মুখে মুখে স্লোগান “লিডার আসছে” প্রতিধ্বনিত হচ্ছে।








