গণসংবর্ধনার মঞ্চের কাছে পৌঁছালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি পৌঁছেছেন। সকাল থেকেই মঞ্চ ও রাস্তার দুই পাশ লাখো নেতাকর্মী ও সমর্থক ভিড় জমিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে পতাকা, ব্যানার ও বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারেক রহমানকে উষ্ণ অভিবাদন জানান।
বিজ্ঞাপন
তাকে বহনকারী লাল রঙের গাড়িটি ধীরে ধীরে এগোচ্ছিল। পথ ধরে তিনি বারবার হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। গাড়ি চলার সময় সমর্থকরা ক্যামেরা ও ফোন হাতে তার মুহূর্তগুলো ধারণ করার চেষ্টা করছেন।
গণসংবর্ধনাস্থলে পৌঁছে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ জনগণকে ভাষণ প্রদান করবেন। এরপর সরাসরি তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
বিজ্ঞাপন
এর আগে, সকাল ১১:৪০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর ত্যাগের আগে তিনি জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি তুলে নেন, যা দেশের প্রতি তার ভালোবাসা ও আবেগের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে।
গতকালই তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।
বিজ্ঞাপন
এই গণসংবর্ধনা ও স্বাগত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচল এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা সকাল থেকেই মঞ্চের আশেপাশে অবস্থান নিয়েছেন, যাতে সরাসরি দেখা ও অভিনন্দন জানাতে পারেন।







