বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কড়া নিরাপত্তার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর ত্যাগের সময় তিনি জুতা খুলে মাটিতে এবং হাতে এক মুঠো মাটি নেন, যা প্রতীকীভাবে তার দীর্ঘ নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তনের মুহূর্তকে বিশেষভাবে তুলে ধরেছে।
বিজ্ঞাপন
এর আগে বিমানবন্দরে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে বিএনপির সিনিয়র নেতারা ফুলের মালা ও উষ্ণ অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান।
উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিজ্ঞাপন

বিমানবন্দর ত্যাগের পর তিনি লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত, অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে পৌঁছবেন। বাসের সামনে বাংলাদেশ স্লোগান এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।
আরও পড়ুন: এভারকেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল
রাস্তায় দুই পাশে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থক অবস্থান নিয়ে তারেক রহমানকে হাত নেড়ে স্বাগত জানান। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা। পুরো পথটি উৎসবমুখর পরিবেশে মুখরিত ছিল।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ নির্বাসনের পর এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এবং দলের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। নেতাকর্মীরা জানান, বাসপথে সজীব এ অভ্যর্থনা তারেক রহমানের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে।








