Logo

এভারকেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫
5Shares
এভারকেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে সকাল থেকেই দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিপুলসংখ্যক নেতাকর্মী ভোরের দিকেই বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হন।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে একদল নেতাকর্মী রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দুই সারিতে অবস্থান নেন। একই সময় দলের আরেকটি বড় অংশ পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে অবস্থান করছে। সকাল হতেই সেখানে নেতাকর্মীদের ভিড় লক্ষ করা যায়।

সূর্য ওঠার পরপরই খণ্ড খণ্ড মিছিল নিয়ে, অনেককে হেঁটে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে যেতে দেখা গেছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিজ্ঞাপন

২০০৮ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত ৬০ বছর বয়সী তারেক রহমান ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে বিদেশে অবস্থান করেই তিনি দল পরিচালনা করে আসছেন এবং ভার্চুয়ালি বিভিন্ন সভা-সমাবেশে যুক্ত হয়েছেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেফতার করা হয়। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

প্রবাসে থাকাকালীন ২০১৫ সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। সে সময় জানাজায় অংশ নেওয়ার সুযোগ পাননি তিনি। দীর্ঘ সময় মায়ের সান্নিধ্য থেকেও বঞ্চিত ছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে দেশের রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ নির্বাসিত জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক বার্তার কারণে তারেক রহমান সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, তারেক রহমানের জন্য রাজধানীতে বাসভবন ও অফিস প্রস্তুত করা হয়েছে। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর ভবনে তিনি উঠবেন বলে জানানো হয়েছে। এই ভবনের পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক কক্ষ রাখা হয়েছে। এছাড়া গুলশানে ভাড়া নেওয়া আরেকটি বাসা থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD