তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন ডা. জুবাইদার মা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
বিমানবন্দরে তারেক রহমান ও তার পরিবারকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ফ্লাইট থেকে অবতরণের পর থেকে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবারসহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে।
আরও পড়ুন: এভারকেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের ঢল
ফুলের মালা পরিয়ে তাকে বরণ করেন স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা। এরপর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সংবর্ধনা অনুষ্ঠানের পর তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে সকাল ১০টায় তারেক রহমানের বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আবেগঘন বার্তায় লিখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”
বিজ্ঞাপন
প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে সবাই একসাথে স্লোগান দিতে থাকে, “লিডার আসছে।”
বিরল এই দিনে দলীয় নেতাকর্মীরা নতুন উদ্দীপনা ও উত্তেজনার মধ্য দিয়ে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে দেশকে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী বানায়।








