তারেক রহমানকে স্বাগত জানাতে আজ যত আয়োজন

দীর্ঘ প্রায় দেড় দশকের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-১০২) তাকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হয়। দেশে পৌঁছানোর কথা রয়েছে বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
তারেক রহমানের সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা।
বিজ্ঞাপন
বিমানবন্দর থেকে তিনি বুলেটপ্রুফ গাড়িতে করে সরাসরি যাবেন পূর্বাচলের ৩০০ ফিট সংবর্ধনা অনুষ্ঠানে। বিশেষভাবে নির্মিত মঞ্চে তিনি নেতাকর্মী ও দেশের মানুষকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন।
ভাষণটি সরাসরি পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠানস্থলে স্থাপন করা হয়েছে ৩০টি বড় এলইডি স্ক্রিন। এছাড়া পুরো এলাকায় ৯ শতাধিক মাইক্রোফোন স্থাপন করা হয়েছে যাতে জনস্রোতের মধ্যে সবাই অনুষ্ঠান শুনতে পারেন।
আরও পড়ুন: বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান
বিজ্ঞাপন
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমানের কর্মসূচি অনুযায়ী তিনি প্রথমে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন এবং সেখানে পরিবারের সঙ্গে অবস্থান করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের সব কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, বিএনপি মিডিয়া সেল এবং ‘আওয়ার বিএনপি’ এই তিনটি ফেসবুক পেজে।
নিরাপত্তার ব্যাপারেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম জানিয়েছেন, পূর্বাচলের সংবর্ধনা মঞ্চের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে। তিনি বলেন, দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। রাজধানীর পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় সমর্থকরা ইতিমধ্যেই উপস্থিত হয়ে উচ্ছ্বাসের সঙ্গে তাকে বরণ করার প্রস্তুতি সম্পন্ন করেছেন।








