Logo

সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৬
5Shares
সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’।

বিজ্ঞাপন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক উৎসবমুখর হয়ে উঠেছে। ঢাকায় সংবর্ধনার জন্য বিশেষভাবে তৈরি মঞ্চে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা পাবেন। সড়ক ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে উদ্দীপনা, উচ্ছ্বাস ও উত্তেজনা চোখে পড়ার মতো।

বিভিন্ন জেলার নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। ঢাকায় আগেই পৌঁছেছেন যারা আত্মীয়-স্বজনের বা থাকার সুব্যবস্থা করেছেন। তবে সোমবার থেকে দলবদ্ধভাবে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। বুধবার রাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, লঞ্চ ও বাসে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পৌঁছানোর পর তারা ৩০০ ফিট সড়কের মঞ্চ পরিদর্শন করে ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

নিরাপত্তা ও কার্যক্রমের জন্য বিভিন্ন জেলা থেকে সমর্থকের আগমন লক্ষ্যণীয়। উদাহরণস্বরূপ:

বাগেরহাট জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হবেন, যাদের জন্য ১৫০টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ২০ হাজার সমর্থক ঢাকায় রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

বরগুনা জেলা থেকে ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক বাস ও লঞ্চে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন।

তাদের মধ্যে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা থেকে ২৫–৩০ হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন। এছাড়া পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার সমর্থকও উপস্থিত থাকবেন।

তারা বহনকারী ফ্লাইটটি বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিজ্ঞাপন

বিশেষ ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে ছিলেন তিনজন অভিজ্ঞ পাইলট। পাইলট-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যাপ্টেন ইমামুল, যিনি দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত। সহকারী পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন রাশেদিন ও ক্যাপ্টেন আসিফ ইকবাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এই উচ্চ গুরুত্ব ও সংবেদনশীল ফ্লাইটের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে ক্রু গঠন করা হয়েছে।

ঢাকায় পৌঁছানোর আগে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD