গুলশানে তারেক রহমানের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট সংবর্ধনা অনুষ্ঠানের পর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন এবং এরপর সরাসরি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছাবেন। তার বাসভবনকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশানের বাসভবনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সকাল থেকেই এলাকায় অবস্থান করছেন। বাসভবনের প্রবেশপথ এবং আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। তল্লাশি শেষে কেবল প্রয়োজনীয় ব্যক্তিদেরই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বাসভবন ঘিরে শক্ত নিরাপত্তার কারণে সাধারণ পথচারী এবং যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির শীর্ষ নেতা হিসেবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষ গোয়েন্দা টিম যৌথভাবে দায়িত্ব পালন করছে।







