Logo

বড় পর্দায় দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩০
7Shares
বড় পর্দায় দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি ৩০০ ফিট সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন।

এই ঐতিহাসিক মুহূর্ত সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের কাছে আরও কাছে নিয়ে আসার জন্য রাজধানীর মহাখালীতে বড় পর্দায় তার আগমনের দৃশ্য প্রদর্শন করা হচ্ছে। পর্দায় দেখা যাচ্ছে বিমানবন্দরে তারেক রহমানের অবতরণ, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং বিমান থেকে বের হওয়ার পুরো যাত্রার চিত্র।

বিজ্ঞাপন

পর্দার সামনে সমবেত হয়েছেন বিএনপির সমর্থকরা এবং সাধারণ নাগরিকরা। তারা স্লোগান ও করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিভিন্ন জায়গায় বড় পর্দা বসানোর উদ্দেশ্য ছিল, জনসাধারণকে সরাসরি এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী করে তোলা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের বড় পর্দা স্থাপন করে নেতা ও সমর্থকদের একত্রিত করা হয়েছে, যাতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের দেশে ফেরার মুহূর্ত সবাই দেখার সুযোগ পায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD