তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: আখতার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরায় নির্বাচন নিয়ে উত্থাপিত শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে নির্বাচনের তারিখ ঘোষণা সত্ত্বেও নির্বাচন হবে কি না—এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরায় সেই শঙ্কা দূর হলো।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, তারেক রহমান নির্বাসনে থেকেও বিএনপির নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি জাতীয় রাজনীতিতে কীভাবে ভূমিকা রাখবেন, সেটিই গুরুত্বপূর্ণ বিষয়।
বিজ্ঞাপন
এর আগে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ প্রতীক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর সড়কপথে একটি বিশেষ বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন। তিন ঘণ্টা ১৫ মিনিটের পথ শেষে তিনি গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান।
মঞ্চে উঠে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা নিশ্চয়ই মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ এ ড্রিম’ উক্তি শুনেছেন। আমি বলতে চাই, ‘আই হ্যাভ এ প্ল্যান’—দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
বিজ্ঞাপন
২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর ২০০৮ সালে মুক্তি পান তারেক রহমান। এরপর তিনি চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান এবং দীর্ঘ ১৭ বছর নির্বাসনে ছিলেন। দেশে ফিরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’








