অসুস্থ মাকে দেখে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান, যাবেন বাসায়

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার সংক্ষিপ্ত সংবর্ধনা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতাল থেকে বের হয়ে গুলশানে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং প্রায় দেড় ঘণ্টা সময় কাটান।
দেশে ফিরেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক মহলে এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
বিজ্ঞাপন

দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি বিমানবন্দর থেকে একটি বিশেষ বাসে করে সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওয়ানা হন। তিন ঘণ্টা পনেরো মিনিটের পথ পাড়ি দিয়ে তিনি মঞ্চে পৌঁছান, যেখানে জনতার সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সংবর্ধনা মঞ্চে বক্তব্যে তিনি বলেন, আপনারা মার্টিন লুথার কিং-এর নাম শুনেছেন। আমি বলতে চাই—আই হ্যাভ এ প্ল্যান ফর দি পিপল অব মাই কান্ট্রি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এটি বাস্তবায়ন করব।
বিজ্ঞাপন
এ সময় দেশের মানুষের সহযোগিতা চাইতে তিনি যোগ করেন, সকলের পাশে থাকলে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব। আজ আমি মায়ের জন্য দোয়া চাই, যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
তারেক রহমান ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন। এক বছর কারাভোগের পর মুক্তি পান এবং চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”








