Logo

জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর ও মামুনুলের দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২০:২১
32Shares
জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর ও মামুনুলের দল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের উচ্চ আসন দাবি এই সমস্যা সৃষ্টি করেছে। তাদের দাবি অনুযায়ী না হলে এই দলগুলো জোট থেকে বেরিয়ে আলাদা প্ল্যাটফর্মে নির্বাচন করার আভাস দিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, চরমোনাই পীরের দল শতাধিক আসন দাবি করছে, আর খেলাফত মজলিস অন্তত ২৫–৩০টি আসন চাচ্ছে। এ পরিস্থিতিতে জামায়াতের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। জামায়াত অন্তত ২০০ আসনে অংশগ্রহণের আশায় থাকলেও দলের আশঙ্কা রয়েছে, অন্যান্য দলের চাহিদা পূরণ করলে তাদের আসনের সংখ্যা সীমিত হয়ে যাবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আট দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ জানান, আসন সমঝোতার বিষয়ে আলোচনায় সব দলই ছাড় দিতে প্রস্তুত। এনসিপির সঙ্গেও যোগাযোগ চলছে এবং আরও কিছু দল আসন নিয়ে আলোচনার চেষ্টা করছে। খুব শিগগিরই চূড়ান্ত সমাধান হবে।

বিজ্ঞাপন

দলগুলোর নেতারা আশা করছেন, শীর্ষ নেতাদের বৈঠকে আগামী শনিবারের মধ্যে সমাধান হবে। তবে সমঝোতা না হলে মনোনয়ন ফরম প্রত্যাহারের মতো বিকল্পও বিবেচনায় নেওয়া হতে পারে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, আসন সমঝোতার বিষয়ে আলোচনা চলছে। কোনো দল এখনও প্রস্তাব অনুযায়ী আশানুরূপ আসন পাননি। সবকিছু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে। এনসিপি যুক্ত হলে কিছু ছাড় দেওয়া হতে পারে। তবে প্রধান লক্ষ্য হলো ঐক্য অটুট রাখা।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতা উল্লেখ করেছেন, আমরা সম্মানজনক আসন চাই, এবং ঐক্য বজায় রাখতে চাই। সম্মানজনক আসন না পেলে বিকল্প চিন্তা করা হবে। তবে জোট ভাঙার সম্ভাবনা নেই। কিছু জটিলতা থাকলেও ঐক্য আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD