Logo

বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৭
6Shares
বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন ১৭ বছর পর দেশে ফেরা তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে কয়েক হাজার নেতাকর্মী ভিড় করছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনে সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

বিজ্ঞাপন

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে।

মোহাম্মদপুর থেকে আসা বিএনপির কর্মী আনোয়ার হোসেন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করতে আসছেন। শহীদ জিয়াউর রহমান দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। দীর্ঘ ১৭ বছর পর তার সন্তান দেশে ফিরেছেন। আমাদের নেতাকে আমরা নিরাপত্তা দিতে এখানে এসেছে।

বিজ্ঞাপন

মারুফ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী বলেন, আমাদের নেতা তারেক রহমানকে দেখার জন্য আমরা এখানে এসেছি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৩০০ ফিট গিয়েছিলাম দূর থেকে ওনাকে দেখেছি। আজকে কাছ থেকে দেখার জন্য এসেছি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD