Logo

জনদুর্ভোগের জন্য বিএনপির দুঃখ প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৭:২১
6Shares
জনদুর্ভোগের জন্য বিএনপির দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত অভ্যর্থনা ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ জানানো হয়। বিজ্ঞপ্তিটি দুপুর ২টা ৮ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে ফিরেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হন। এতে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

বিএনপি জানায়, বিপুল মানুষের সমাগমের কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হওয়ায় দলটি গভীরভাবে মর্মাহত। এ অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এদিকে, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দলটির নেতা-কর্মীরা দলবদ্ধভাবে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD