যমুনা ঘেরাওয়ের কোনো ঘোষণা দেওয়া হয় নাই: ইনকিলাব মঞ্চ

যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন আলোচনা ও জল্পনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখন পর্যন্ত যমুনা ঘেরাওয়ের কোনো ঘোষণা দেওয়া হয় নাই।
বিজ্ঞাপন
শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে তীব্র আন্দোলনে নেমেছে ইনকিলাব মঞ্চ। সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ ও প্রতিবাদ আরও জোরালো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।









