Logo

রাশেদ খানের বিরুদ্ধে নির্বাচনে থাকবে সাবেক বিএনপি প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৩
20Shares
রাশেদ খানের বিরুদ্ধে নির্বাচনে থাকবে সাবেক বিএনপি প্রার্থী
রাশেদ খান । ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনে আলোচিত রাজনীতিবিদ রাশেদ খান এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন, যদিও দলটি বলছে এটি কেবল নির্বাচনী কৌশলের অংশ।

বিজ্ঞাপন

তবে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ময়দানে অনড়। তিনি জানান, জনগণ তাঁর পাশে এবং ভোটাররা ঝিনাইদহ-৪ আসনে তাঁকেই সংসদে দেখতে চান। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করা ফিরোজ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, জনগণের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত নিয়েছি—আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। স্থানীয় বিএনপি সমর্থকরা অন্য দলের কাউকে আমাদের প্রতীকে মেনে নেবে না।

বিজ্ঞাপন

রাশেদ খান অবশ্য গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগের বিষয়টি নির্বাচনী কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য পদত্যাগ করা হয়েছে এবং বিএনপির সঙ্গে সুসম্পর্কের কারণে তাঁকে এই প্রতীকে নামানোর সুযোগ দেওয়া হয়েছে।

রাশেদ খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার জন্য পথপ্রদর্শক। বর্তমানে বিএনপির নেতৃত্বে থাকা তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসা দেখান।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও পদত্যাগকে নির্বাচনী কৌশল হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচনের কৌশল হিসেবে পদত্যাগ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেছেন। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

এভাবে ঝিনাইদহ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা চলতে যাচ্ছে রাশেদ খান ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের মধ্যে, যা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD