Logo

জামায়াতের সাথে জোটের বিপক্ষে ৩০ নেতা, চিঠি দিয়ে জানাল আপত্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২১:২৭
12Shares
জামায়াতের সাথে জোটের বিপক্ষে ৩০ নেতা, চিঠি দিয়ে জানাল আপত্তি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা শনিবার (২৭ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি চিঠি লিখে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট বা আসন সমঝোতার প্রতি আপত্তি জানিয়েছেন।

বিজ্ঞাপন

চিঠিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, সম্প্রতি ৮ দলীয় জোটের সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট আলোচনার বিষয়ে তারা স্পষ্ট বিরোধী। তাদের অভিযোগ, জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন বিগত বছর ধরে বিভাজনমূলক কর্মকাণ্ডে জড়িত থেকেছে এবং বিভিন্ন অপকর্মের দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা করেছে।

এছাড়া তারা উল্লেখ করেছেন, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদ বৃদ্ধি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক ও গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির দায়িত্ব হলো মানবাধিকার, ধর্মীয় সহনশীলতা, নারী-পুরুষ সমতা, সংখ্যালঘু সুরক্ষা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা। জামায়াতের সঙ্গে কোনো জোট এই নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নেতৃবৃন্দ মনে করিয়ে দিয়েছেন, দলের পূর্বের নীতিগত অবস্থান অনুসারে তারা স্বতন্ত্রভাবে প্রার্থী নির্বাচন এবং গণতান্ত্রিক সংস্কার জোটের মাধ্যমে ভবিষ্যত রাজনীতিতে অংশগ্রহণের প্রতিশ্রুতি রেখেছিলেন। যেকোনো ধরনের জোট সিদ্ধান্ত বহু কর্মী, সমর্থক এবং নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, এবং সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD