ফ্যাসিবাদী আমলের মামলায় জামিন নিতে আদালতে যাবেন আখতার
6Shares

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন । ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদী আমলের নিপীড়নমূলক মামলায় জামিন নিতে রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার জজ কোর্টে হাজির হবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
রোববার দুপুরের মধ্যে তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে দীর্ঘদিন ধরে যেসব মামলা দায়ের করা হয়েছিল, সেগুলোতে আইনি প্রতিকার পেতেই তিনি আদালতে যাচ্ছেন। সংশ্লিষ্ট মামলাগুলোকে ফ্যাসিবাদী শাসনামলের রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে উল্লেখ করেছেন দলটির নেতারা।
জেবি/এসএ








