দেশে ফেরার পর প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের বিদেশী অবস্থানের পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নেন।
এর আগে বিএনপির মিডিয়া সেল এই কর্মসূচির তথ্য প্রকাশ করেছিল। তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে সরাসরি অংশ নিলেন।
বিজ্ঞাপন
এদিকে, রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। দলীয় পক্ষ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রোববার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার সেগুনবাগিচা অফিস থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তারেক রহমানের নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর দেশে ফিরে সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে অংশ নেওয়া তারেক রহমানের কার্যক্রম দলের নেতৃত্ব পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা তার রাজনৈতিক উপস্থিতি আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।








