‘দেশকে অস্থিতিশীল করতে পিছন থেকে কিছু লোক কাজ করছে’

দেশ এখন একটা ক্লান্তিকালের মধ্য দিয়ে পার হচ্ছে। বিভিন্ন রকম কথা উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, আন্দোলন হচ্ছে। দেশকে অস্থির করে তোলার জন্য পিছন থেকে কিছু সংখ্যক লোক কাজ করছে।
বিজ্ঞাপন
আমাদের এই সময় সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের মানব কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, এই নির্বাচন ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন কেউ করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় তিনি শহীদ ওসমান হাদী, রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম এর কথা স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী। খোঁশবাজার আলিম মাদ্রাসার প্রেন্সিপাল আবু নাঈমসহ আলেম ওলামারা। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।








