Logo

খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারালো দরদি অভিভাবক: ইনকিলাব মঞ্চ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৯
5Shares
খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারালো দরদি অভিভাবক: ইনকিলাব মঞ্চ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ গভীর শোকের চাদরে মোড়ানো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন দরদি অভিভাবক আজ আমাদের মাঝে নেই বলে মন্তব্য করেছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ উল্লেখ করেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তার এই মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারাল। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

দেশের ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে লড়াই করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক যত্ন ও সহমর্মিতা তাকে দেশের জন্য এক অনন্য মর্যাদা প্রদান করেছে।

বিজ্ঞাপন

আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে বেদনার ছায়া নেমেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD