খালেদা জিয়ার মৃত্যুতে জাকের পার্টির গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাকের পার্টি। শোক বার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
বিজ্ঞাপন
তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্য, দলীয় নেতা, কর্মী ও সমর্থক এবং সাধারণ জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। জাকের পার্টি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের অগ্রদূত বেগম খালেদা জিয়া
মোস্তফা আমীর ফয়সল বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। তার নিরলস সংগ্রাম এবং নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে।
বিজ্ঞাপন
জাকের পার্টি এই শোক বার্তায় দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছে, খালেদা জিয়ার দেশ ও মানুষের জন্য অদম্য ত্যাগ ও অবদানকে স্মরণ করতে।








