খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান মহাসচিব। তিনি আরও জানান, খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল সব দেশবাসীকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানান। এছাড়া তিনি শোককে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দলকে অপ্রতিরোধ্য করার জন্যও সকলকে অনুরোধ করেন।
বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।








