বিএনপি থেকে বহিস্কার হলেন দলের ৯ নেতা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দলের নয় নেতাকে বহিস্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বহিস্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, তরুণ দে, সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিস্কার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দলের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, যদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া বিরাজ করছে, তবু সংগঠনের নিয়ম ও নীতি রক্ষার বিষয়টি দলের জন্য অপরিহার্য। বহিস্কৃত নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।







