শেষ মুহূর্তও খালেদা জিয়ার অটল সেবা ফাতেমার, থামছে না কান্না

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত নিঃশব্দ সঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা। খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা ফাতেমা এখন প্রিয় নেত্রীর মৃত্যুতে শোকগ্রস্ত এবং তার কান্না থামছে না।
বিজ্ঞাপন
ফাতেমা কেবল একজন গৃহকর্মীই ছিলেন না; ১৫ বছরের বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার নীরব সহচর হিসেবে ছিলেন। কারাগারের অন্ধকার প্রোক্ষ্ঠ, গৃহবন্দিত্ব, হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফর—সব মুহূর্তে ফাতেমার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য।
আরও পড়ুন: জিয়া উদ্যানে চলছে কবর খননের কাজ
ভোলার সদর উপজেলার শাহ-মাদার গ্রামে জন্মগ্রহণ করা ফাতেমা ২০০৮ সালে স্বামীর মৃত্যু ও দুই সন্তানের সঙ্গে ঢাকায় আসেন। ২০০৯ সালে খালেদা জিয়ারের বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন এবং দেড় দশকেরও বেশি সময় ধরে তার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেছেন।
বিজ্ঞাপন
ফাতেমার কাজের মধ্যে ছিল ওষুধ খাওয়ানো, শারীরিক সহায়তা ও যেকোনো মুহূর্তে পাশে থাকা। ২০১৮ সালে খালেদা জিয়ার কারাগার জীবনের সময়ও আদালতের অনুমতিতে তিনি স্বেচ্ছায় পাশে ছিলেন। ২০২১ সালে করোনা আক্রান্ত হলে হাসপাতালের ৫৩ দিনেও তার অবিচল সহায়তা অব্যাহত ছিল। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও ফাতেমা তার সঙ্গে ছিলেন।
রাজনীতির উত্থান-পতনে বহু মানুষ খালেদার সঙ্গে পরিচিত হলেও ফাতেমা ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী। তার নিবেদিত সেবা প্রমাণ করে যে সব সম্পর্ক ক্ষমতার ওপর নির্ভর করে না—কিছু সম্পর্ক থাকে শুধু দায়িত্ব, মানবিকতা এবং অনুপ্রেরণার।







