জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শেষে তার কফিন জিয়া উদ্যানে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে সমাহিত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
দাফনের সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি ও রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপি মনোনীত রাজনীতিক এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীও জানাজায় অংশ নেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য উদ্যানে নির্ধারিত ব্যতীত অন্য কোনো ব্যক্তির প্রবেশ বন্ধ রাখা হবে। দাফন শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত থাকবে।
বিজ্ঞাপন
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
জানাজার নামাজে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি অতিথি ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এছাড়াও লাখ লাখ সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের আশেপাশের এলাকা, বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পথ ধরে জানাজায় অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ সময় তার পাশে ছিলেন দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।








