খালেদা জিয়ার শোককে নির্বাচনে ব্যবহার করা হবে না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা দলের বৈধ প্রার্থী হিসেবে গণ্য হবেন।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, শোককে নির্বাচনী কাজে ব্যবহার করা দলের লক্ষ্য নয়। বরং নেত্রীর মৃত্যুর শোক ও স্মৃতিকে শক্তিতে রূপান্তর করে জাতি গঠনে কাজে লাগানো হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটিকে দলীয়ভাবে নির্বাচনী কাজে ব্যবহার করার মতো আমরা সংকীর্ণ নই। শোককে-শক্তিকে আমরা জাতি বিনির্মাণে কাজে লাগাতে চাই।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনের সময়সূচি স্থগিত বা পেছানোর কোনো আইনি সুযোগ নেই।
তিনি বলেন, আইনে সে সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের আগে তিনি না থাকায় (মারা গেছেন) তাঁর মনোনয়নপত্র বাছাইয়ে টিকে যাবে না। বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি বৈধ থাকে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের নেত্রী নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে বেঁচে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। জানাজায় যারা ঢাকায় উপস্থিত হতে পারেননি, তারাও গায়েবে অংশগ্রহণ করেছেন। সারা বিশ্বের মানুষ জানে ও বিশ্বাস করে, একজন সাধারণ গৃহিণী কীভাবে গণতন্ত্রের রক্ষক হিসেবে বিশ্বজুড়ে দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব শুধু দলের জন্যই নয়, পুরো দেশের গণতন্ত্র রক্ষায় অনন্য উদাহরণ হয়ে থাকবে। দেশের মানুষ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে চলেছেন, যা দলের কর্মীদের মনোবল জাগিয়ে দেবে।








