Logo

র‍্যাবকে কখনোই রাজনৈতিক কাজে ব্যবহার করেনি বিএনপি: বাবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী, ২০২৬, ১৪:৫৫
7Shares
র‍্যাবকে কখনোই রাজনৈতিক কাজে ব্যবহার করেনি বিএনপি: বাবর
ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনোই র‍্যাবকে দলীয় বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়নি। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই বাহিনী গঠনের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও নেতৃত্বেই র‍্যাব গঠন করা হয়েছিল। কিন্তু বিএনপি কখনোই এই বাহিনীকে এক ঘণ্টার জন্যও দলীয় স্বার্থে ব্যবহার করেনি। তিনি জোর দিয়ে বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের কোনো অভিযোগ কেউ প্রমাণসহ উপস্থাপন করতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অন্যায় করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পেতেন না। এটাই ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বৈশিষ্ট্য। জনগণের নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।

বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে দৃঢ়তা তিনি বেগম খালেদা জিয়ার মধ্যে দেখেছেন, তা খুব কম নেতার মধ্যেই পাওয়া যায়। অনেক পরে এসে একই ধরনের গুণাবলী তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেও লক্ষ্য করেছেন বলে উল্লেখ করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে একটি জনগণের রাষ্ট্র গঠনের প্রত্যাশা করেন তিনি। এ জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কবর জিয়ারতে আসা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ। এর সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচি বা পরিকল্পনা যুক্ত ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়েই তিনি সেখানে উপস্থিত হয়েছেন বলেও জানান।

সবশেষে বাবর বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল তার। সেই সময়ে তিনি নেত্রীর দেশপ্রেম ও স্বাধীনতা–সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন অবস্থান প্রত্যক্ষ করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD