Logo

পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী, ২০২৬, ১৩:১৯
10Shares
পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান
তারেক রহমান | ফাইল ছবি

প্রাণপ্রিয় মা বেগম খালেদা জিয়াকে হারিয়ে গভীর শোক ও একাকীত্বের যন্ত্রণায় সময় কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই কঠিন সময়ে দেশের মানুষের কাছ থেকে পাওয়া সহমর্মিতা, ভালোবাসা ও শ্রদ্ধা তাঁকে শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন তিনি। নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে আজ পুরো বাংলাদেশই তাঁর পরিবার হয়ে উঠেছে—এমন অনুভূতির কথা তুলে ধরেছেন তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি শোক ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটান।

পোস্টে তিনি জানান, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করার মুহূর্তটি ছিল ভাষায় প্রকাশের অতীত। তবুও, এই দুঃসময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি ও সহানুভূতি তাঁকে একাকিত্বে ডুবতে দেয়নি।

বিজ্ঞাপন

তারেক রহমান লিখেছেন, অগণিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী, পরিবার-পরিজন ও সাধারণ মানুষের ভালোবাসা তাঁকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। লাখো মানুষের সম্মিলিত উপস্থিতি, শ্রদ্ধা ও পাশে দাঁড়ানোর দৃশ্য তাঁকে নতুন করে মনে করিয়ে দিয়েছে—খালেদা জিয়া কেবল তাঁর মা নন, বহু দিক থেকে তিনি ছিলেন পুরো জাতির মমতাময়ী অভিভাবক।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সরাসরি উপস্থিতি এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো সমবেদনার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই মানবিক সহমর্মিতা হৃদয় ছুঁয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

শোকের এই সময়ে তিনি স্মরণ করেন তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকেও। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর অনুভূতি—নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

পোস্টে তারেক রহমান আরও লেখেন, তাঁর মা সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি অঙ্গীকার করেন—যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই সেই পথ এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন। যাদের ভালোবাসা ও বিশ্বাস খালেদা জিয়াকে শেষ দিন পর্যন্ত শক্তি ও প্রেরণা জুগিয়েছে, তাঁদের জন্যই এই অঙ্গীকার।

সবশেষে তিনি দোয়া করেন, আল্লাহ যেন তাঁর মায়ের রূহকে শান্তি দান করেন এবং খালেদা জিয়া যে ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন—সেখান থেকেই যেন সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD