Logo

সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো খালেদা জিয়ার সমাধিস্থল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী, ২০২৬, ১৩:৪৪
13Shares
সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো খালেদা জিয়ার সমাধিস্থল
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সমাধিস্থল উন্মুক্ত হওয়ার খবরে সকাল থেকেই সেখানে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। উদ্যান বন্ধ থাকায় অনেকেই বিজয় স্মরণি মোড়ে জিয়া উদ্যানের প্রবেশপথের ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। ভেতরে প্রবেশ করতে না পেরে অনেকে সড়কের পাশেই দাঁড়িয়ে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্যানের ভেতরে সংস্কারকাজ চলমান থাকায় নিরাপত্তা ও ব্যবস্থাপনার স্বার্থে সাময়িকভাবে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। কাজের একটি অংশ শেষ হওয়ায় এখন তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরো এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল পৌনে ৫টার দিকে তাকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ দীর্ঘদিনের নানা জটিলতা আরও তীব্র আকার ধারণ করে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD