তারেক রহমানকে শোক জানাতে কার্যালয়ে যাবেন জামায়াত আমির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোক ও সমবেদনা জানাতে তার রাজনৈতিক কার্যালয়ে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি তারেক রহমানের কার্যালয়ে উপস্থিত হবেন বলে জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
প্রচার বিভাগ থেকে জানানো হয়, তারেক রহমান ও তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করতেই জামায়াতের আমির এ সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।
বিজ্ঞাপন
এর আগে একই উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আব্দুল হালিমসহ অন্য নেতারাও সমবেদনা জানাতে তারেক রহমানের কার্যালয়ে যান।








