Logo

১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমান | ফাইল ছবি

দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ায় সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। এরপর সেখান থেকে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। রংপুরে গিয়ে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা তারেক রহমানের বগুড়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

এদিকে বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহে, সম্ভাব্যভাবে ২০ জানুয়ারির দিকে তারেক রহমান সিলেট সফরেও যেতে পারেন। যদিও এ সফরের চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা রয়েছে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সেখানে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন। ফলে এই সফর রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। তবে সফরের চূড়ান্ত বিষয়টি ৫ জানুয়ারি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আবারও বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি।

এ ছাড়া আগামী ১২ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD