Logo

বিএনপির দিকে হেলে পড়েছে প্রশাসন: নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৬:০৯
বিএনপির দিকে হেলে পড়েছে প্রশাসন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন। তার অভিযোগের নিশানা বিএনপি।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’ শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। তারেক রহমান দেশে এসেছেন—আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অফিস ছাড়িয়ে রোডের পাশে দাঁড়িয়ে তাকে সালাম জানিয়েছেন। এই ধরনের দৃশ্য আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি, এখন আবারও তাই হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আমরা ১১ দলীয় আজাদী জোটকে বেছে নিয়েছি। আমাদের দুই বিকল্প ছিল—গোলামির প্রতীক নেব, নাকি আজাদীর প্রতীক। আমরা আজাদীর প্রতীক নিয়েছি এবং এই জোট বাংলাদেশকে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম হিসেবে গড়ে তুলতে কাজ চালাবে।

পাটওয়ারী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বলেন, হাদির বিচারের নিশ্চয়তা দেওয়া এবং তার শুরু করা আজাদীর লড়াই সম্পন্ন করাই আমাদের মূল দায়িত্ব। এ অনুভূতি নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা পুনরায় শুরু হয়েছে।

তিনি সমগ্র ঢাকা-৮ আসনসহ রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুর এলাকা ‘আজাদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, এই এলাকায় যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিতে জড়িত হয়, তাদের আজাদীর স্লোগান তুলে গ্রেপ্তার করে প্রশাসনের হাতে হস্তান্তর করতে হবে। আর প্রশাসন যদি চাঁদাবাজ বা আধিপত্যবাদের পক্ষে দাঁড়ায়, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করেছেন, নির্বাচনী আচরণবিধি অনুসারে ২১ জানুয়ারির আগে পদযাত্রায় কোনো রাজনৈতিক প্রতীক ব্যবহার বা ভোট চাওয়ার কার্যক্রম হবে না। আচরণবিধি প্রত্যাহারের পর নিয়ম মেনে নির্বাচনী প্রচারণা চালানো হবে।

এসময় সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD