Logo

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ১২:২৬
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ | ফাইল ছবি

নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে দেওয়া এক ভিডিও বার্তার পর মাত্র ২৫ ঘণ্টার মধ্যেই উল্লেখযোগ্য অঙ্কের অনুদান পেয়েছেন বরিশাল-৩ আসনের প্রার্থী এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে অনুদান সংগ্রহের তথ্য প্রকাশ করেন তিনি। সেখানে তিনি জানান, স্বল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থক ও শুভানুধ্যায়ীরা তার নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা পাঠিয়েছেন।

তার দেওয়া হিসাব অনুযায়ী, বিকাশের মাধ্যমে অনুদান এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা। নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এ ছাড়া ব্যাংক হিসাবে জমা পড়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।

বিজ্ঞাপন

অনলাইন লেনদেনের পাশাপাশি সরাসরি তার নির্বাচনী কার্যালয়ে গিয়েও সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় তার নির্বাচনী তহবিলে জমা পড়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকারও বেশি।

লাইভ সম্প্রচারে ব্যারিস্টার ফুয়াদ অনুদানপ্রত্যাশীদের সতর্ক করে বলেন, তার সহযোগিতা চাওয়ার ভিডিওটি নকল করে কিছু ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে। এসব পেজে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে অনুদান দিতে আগ্রহীদের শুধুমাত্র তার নিজস্ব ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে প্রকাশিত নম্বরে অর্থ পাঠানোর অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে একই দিন নির্বাচনী প্রচারণার ব্যয় মেটানোর উদ্দেশ্যে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ওই আহ্বানের পরপরই ব্যাপক সাড়া মিলতে শুরু করে বলে জানান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD