বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (৯ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের বিষয় নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় এবং নির্দিষ্ট এজেন্ডা নেই। তবে রাজনৈতিক গুরুত্বের কারণে বৈঠকটি বিশেষভাবে গুরুত্ব বহন করছে। খবর অনুযায়ী, বৈঠকে দলের চেয়ারম্যান পদে তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে অধিষ্ঠিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে।
বিজ্ঞাপন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ সালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দলের শোক কাটিয়ে উঠার পাশাপাশি নতুন বছরের প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নতুন নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজনীয় হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে চেয়ারম্যান পদে প্রস্তাব দিয়েছেন।
এর আগে ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
বিজ্ঞাপন
২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাগারে থাকার সময় তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল। এবার তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দলীয় নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন।








