প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনস্বার্থে ঐক্যের আহ্বান তারেক রহমানের

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি দেশকে কোথায় নিয়ে যেতে পারে—তার নজির অতীতে দেখা গেছে। তাই মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সামনে দেশ ও রাজনীতির জন্য বেশ কিছু কঠিন সময় অপেক্ষা করছে। রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত থাকবেই, তবে সেই মতপার্থক্য নিয়ে খোলামেলা আলোচনা হওয়া জরুরি। এ জন্য তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের অতীত ও বর্তমান বাস্তবতায় নানা সমস্যা রয়েছে এবং সেসব থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। তবে কোনো অবস্থাতেই অতীতের সেই পরিস্থিতিতে ফিরে যাওয়ার ইচ্ছা নেই বলেও উল্লেখ করেন তিনি।
নিজের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, তিনি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে জনগণের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম নিয়ে মাঠে নামার কথাও জানান তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে যেন দেশের মানুষের সমস্যা চিহ্নিত করা যায় এবং সেগুলোর সমাধানে সহায়ক ভূমিকা রাখা সম্ভব হয়।








