এনসিপির ইশতেহার প্রণয়নে উপ-কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়ন কার্যক্রম জোরদার করতে একটি উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আওতায় এই উপ-কমিটি কাজ করবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচন পরিচালনা কার্যক্রমে গতি আনতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনে কার্যপরিধিভিত্তিক এই ইশতেহার বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এহতেশাম হক। একই সঙ্গে কমিটির সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইশতিয়াক আকিব।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ের পক্ষে বিএনপি
এছাড়া উপ-কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম এবং তুহিন মাহমুদ।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, এই উপ-কমিটি জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন, জনগণের প্রত্যাশা এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহ বিবেচনায় নিয়ে একটি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক ইশতেহার প্রণয়নের কাজ করবে, যা আসন্ন নির্বাচনে দলের মূল দিকনির্দেশনা হিসেবে ব্যবহৃত হবে।









