Logo

জামায়াত নেতৃত্বাধীন জোট ত্যাগের আহ্বান ইসলামী আন্দোলনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ২০:১৮
জামায়াত নেতৃত্বাধীন জোট ত্যাগের আহ্বান ইসলামী আন্দোলনের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে অন্যান্য ইসলামপন্থী দলগুলোকে সরে আসার আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, জামায়াত রাষ্ট্র পরিচালনায় শরিয়াহভিত্তিক নীতি থেকে সরে এসে ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। একই সঙ্গে তিনি জামায়াতের নেতৃত্বাধীন জোটে না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাও দেন।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরিয়াহ আইনে রাষ্ট্র পরিচালনার নীতি থেকে সরে এসেছে। এই অবস্থায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা অন্যান্য ইসলামী দলগুলোর জন্য সেখানে থাকা সমীচীন নয়। তাই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর প্রতি জোট ত্যাগের আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আলোচনা ও ঐক্যের পথ এখনো খোলা রয়েছে। নীতিগত প্রশ্নে সমঝোতা হলে ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার সুযোগ থাকবে বলেও জানান তিনি।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছেন—এমন বক্তব্য থেকে স্পষ্ট হয়, জামায়াত সমঝোতার নির্বাচনের দিকেই এগোচ্ছে। এর ফলে দীর্ঘদিন পর দেশের মানুষ যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা করছিল, তা বাস্তবায়িত হবে কি না—সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, ইসলামের নীতিমালা থেকে সরে যাওয়ার কারণে জামায়াতের সঙ্গে রাজনৈতিক পথচলা সম্ভব নয়। সে কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এবং ২৬৮টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাকি আসনগুলোতে বিএনপি কিংবা জাতীয় পার্টির সঙ্গে কোনো ধরনের আসন সমঝোতার সম্ভাবনাও নেই। ইসলামী আন্দোলন স্পষ্টভাবে জানিয়েছে, তারা স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রেখেই নির্বাচনে অংশ নেবে।

ইসলামী আন্দোলনের নেতারা বলেন, দেশের মানুষ একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নীতিনিষ্ঠ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণে দলটি নিজেদের আদর্শ ও কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD