রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ পেছাল

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত নির্বাচনী সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সমাবেশটি ২৮ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আয়োজন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, নির্ধারিত দিনে বিমানের টিকিট না পাওয়ায় কর্মসূচির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্য কোনো সাংগঠনিক বা প্রশাসনিক জটিলতা নেই বলেও নেতারা জানিয়েছেন।
নতুন সময়সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে, যা ঐতিহাসিক মাদরাসা ময়দান নামেও পরিচিত, সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার করতে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা এ সমাবেশকে বৃহৎ পরিসরে সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেন।
মিজানুর রহমান মিনু জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান নিজেই টেলিফোনে তাকে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, কেবল বিমানের টিকিট জটিলতার কারণেই তারিখ একদিন পিছিয়েছে।








