ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নাম উল্লেখ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী প্রার্থী আরিফুল ইসলাম আদীব দাবি করেন, তিনি ওই এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় হামলার শিকার হন। তার অভিযোগ, স্থানীয় ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ বিষয়ে ঢাকা-১৮ আসনের ১০ দলীয় জোটের প্রচার বিভাগের প্রধান কামরুল হাসান বলেন, খিলক্ষেতের দুমনি ৪৩ নম্বর ওয়ার্ডের নূরপাড়া মাদরাসায় একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন আদীব। বক্তব্যের শেষের দিকে হামলার ঘটনা ঘটে। এতে মাদরাসার সুপারের ভাইসহ তাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান। তার দাবি, মোট ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ঘটনার প্রতিবাদে এলাকায় কর্মসূচি পালন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে পরে খোঁজ নিয়ে কথা বলবেন বলে জানান।








