Logo

চট্টগ্রাম-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীকে শোকজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৮:০৮
চট্টগ্রাম-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীকে শোকজ
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আলা উদ্দীন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে নিজের প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০টির বেশি বিলবোর্ড টাঙানো এবং প্রচারণায় ১২টি মাইক ব্যবহারের মাধ্যমে আচরণবিধির ৭ (খ) ও ১৭ (১) ধারা লঙ্ঘন করা হয়েছে। এসব অভিযোগ বিএনপি প্রার্থীর পক্ষ থেকে উত্থাপন করা হয়।

বিজ্ঞাপন

কমিটির নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে।

উল্লেখ্য, সন্দ্বীপ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। এ আসনে এবার বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD