উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে পা দেবেন না: মির্জা আব্বাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি স্পষ্টভাবে বলেছেন, বিএনপি কোনোভাবেই প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াবে না এবং কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে পা দেবেন না।
বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিজয় এখন খুব কাছাকাছি। এই অর্জন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি দাবি করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে পরাধীন অবস্থায় রাখার চেষ্টা করছে। তবে জনগণ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
মির্জা আব্বাস বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে দেবে এবং বিএনপির রাজনৈতিক শক্তির বাস্তবতা তখন সবাই বুঝতে পারবে।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপিকে বিতর্কিত করার লক্ষ্যে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, যাদের প্রকৃত নির্বাচন ও রাজনীতির অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে হেয় করার চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টায় দলীয় নেতাকর্মীদের বিচলিত না হওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, প্রতিযোগিতা হবে গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে। সহিংসতা বা অশালীন আচরণের কোনো স্থান নেই। বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সংযমই হবে সবচেয়ে বড় শক্তি।
বিজ্ঞাপন
নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বিএনপির এই নেতা বলেন, কিছু ব্যক্তি শালীনতা ও সম্মানবোধ না রেখেই বক্তব্য দিচ্ছে। এ ধরনের আচরণ রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।
সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং ভোটের দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।








